খুলনা সংবাদদাতা:
খুলনায় বিএনপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে খুলনা মহানগরী ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ ও পদযাত্রার আয়োজন করে খুলনা জেলা বিএনপি।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দ্রব্যমূল্য, বিদ্যুৎ, গ্যাসের দাম কমানোর দাবি করেছিলাম। এই সরকারের বিরুদ্ধে চুড়ান্ত লড়াাইয়ের মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশ ফিরিয়ে আনতে হবে। সংবাদপত্রের স্বাধীনতাকে বিশ্বাস করে না। একেরপর এক মিডিয়া বন্ধ করে দিয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি যেয়ে হামলা, হুমকি-ধামকি ও আটক করা হয়েছে। কর্মসূচিতে আসার পথে পথে হামলা করা হয়েছে। কোন বাধা নেতাকর্মীদের দমাতে পারেনি, পারবেও না।
বক্তারা আরও বলেন, জনগণ এই সকারকে ক্ষমতায় দেখতে চায় না। নেতাকর্মীদের আটক করা হয়েছে। দ্রুত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। এই দেশে শেখ হাসিনা সরকারের ঠাই নাই। ২০২৩ সালে এই সরকারকে বিদায় করব। সমাবেশে আগামী ৪ মার্চ নগরের ৫ থানায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির পরিচালনায় বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগর, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ তৈয়েবুর রহমান, নগর মহিলা দলের আজিজা খানম এলিজা, জেলা মহিলা দলের অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, বিএনপি নেতা ইবাদুল হক রুবায়েদ, কেএম আশরাফুল আলম নান্নু, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি ও তাজিম বিশ্বাস।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না