রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামী ব্যাংক কাঞ্চন আউটলেটের কর্মকর্তা অমিত হাসান অনিক (২৭) প্রাইভেটকার চাপায় নিহত হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) ভোরে ভুলতা-গোলাকান্দাইল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা বাইপাস সড়কের টেংরারটেক এলাকায় অজ্ঞাত প্রাইভেটকারের চাপায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অমিত হাসান অনিককে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি কাঞ্চন পৌরসভার চরপাড়া গ্রামে। তার পিতার নাম আমির হোসেন।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, ঘাতক প্রাইভেটকারটি চিহ্নিত করতে পুলিশ তদন্ত করছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না