যমুনা ব্যাংক ফাউণ্ডেশনের উদ্যোগে গজারিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প
- আপডেট সময় : ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ৭১
গজারিয়া প্রতিনিধি:
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া কলিমউল্লাহ কলেজ ভবেরচর মাঠে বিনামূল্যে চক্ষু, গাইনি, শিশু রোগ, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবাসহ মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে গজারিয়া কলেজ মাঠ প্রাঙ্গনে দুই দিনব্যাপী বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধনসহ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ (সাবেক এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানুতোষ মজুমদার, পরিচালক, যমুনা ব্যাংক লিমিটেড, মোঃ হুমায়ুন কবির খান, স্বতন্ত্র পরিচালক, যমুনা ব্যাংক লিমিটেড, গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমিরুল ইসলাম, যমুনা ব্যাংক লিমিটেড মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্ব করেন আরো উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যমুনা ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ বলেন, মানুষের সবচেয়ে বড় স্বার্থকতা হলো মানব সেবায় শামিল হওয়া। আমরা শুধু ব্যবসা নয়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকাকে দায়িত্ব মনে করি।
গজারিয়া উপজেলাধীন বিনামূল্যে মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলাধীন বিভিন্ন মসজিদে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কোরআন শিক্ষা কোর্স এবং যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করার ঘোষণা সহ ১৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সিএসআর ক্ষেত্রে বাংলাদেশের শীর্ষস্থানীয় যমুনা ব্যাংকের মাধ্যমে আমরা দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বয়স্ক শিক্ষা, কারিগরি শিক্ষাসহ বহুবিধ সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্যে পরিচালক, যমুনা ব্যাংক লিমিটেড কানুতোষ মজুমদার বলেন, বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি কর্পোরেট সোশ্যাল রেসপনসিবলিটি সিএসআর খাতে সবচেয়ে বেশি অবদান রেখে চলেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। আমাকে ভালোবেসে তাঁরা আমার এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। দুইদিনব্যাপী এই ক্যাম্পে ৭ টি বুথের মাধ্যমে ৩ হাজারের অধিক রোগীকে ফ্রি চিকিৎসা, ঔষধ বিতরণ ও চক্ষু রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।