সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ ৪-আসনের এমপি একেএম শামীম ওসমানের পিতা,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতার মরোণত্তর পদকে ভূষিত একেএম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জের ২নং ওর্য়াড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরন করা হয়েছে।
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসারোড এলাকায় এ আলোচনা সভা, দোয়া ও খবার বিতরন করা হয়।
আলোচনা সভা শেষে একেএম শামসুজ্জোহা রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সিদ্ধিরগঞ্জের ২নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি প্রার্থী হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ খোকন সাহ। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জি,এম আরমান, নাসিক ৬নং ওর্য়াড কাউন্সিলর আলহাজ¦ মতিউর রহমান মতি, মহানগর তাতীলীগের আহ্বায়ক চৌধুরী এইচ, এম, সাহেদ, আওয়ামীলীগ নেতা আব্দুল হেকিম, ২নং ওর্য়াড আওয়ামীলীগের সহ-সভাপতি হারুন-অর-রশীদ ও জালালউদ্দিন প্রধান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ খোকন সাহা মরহুম শামছুজ্জোহার আত্মার মাগফেরাত কামনা করে বলেন, শামছুজ্জোহা চাচা দেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। শত শত আওয়ামী লীগ নেতা সৃষ্টি করেছেন। নারায়ণগঞ্জ অঞ্চলে সবচেয়ে সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ ছিলেন শামছুজ্জোহা চাচা। তার মত সত রাজনীতিবিদ আমি দেখিনি। তিনি ছিলেন কর্মী বান্ধব রাজনীতিবিদ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না