সাপাহারে শ্রমিক নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখায় সম্মাননা
- আপডেট সময় : ০৭:১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ৬০
সাপাহার (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর সাপাহারে সক্রিয় ভূমিকায় সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির পক্ষ হতে নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য সাংবাদিক হাফিজুল হক’কে সম্মাননা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় লাবনী সুপার মার্কেটের তৃতীয় তলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অফিসে এ সম্মাননা দেওয়া হয়।
উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যকে মালা পড়িয়ে সম্মাননা জানানো হয়। এ সময় উক্ত নির্বাচন সফল করার লক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য সাংবাদিক হাফিজুল হক’কে ক্রেষ্ট প্রদান ও মালা পরিয়ে সম্মাননা জানান নব-নির্বাচিত কমিটির সকল সদস্যরা।
অনুষ্ঠানে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাবু, কোষাধ্যক্ষ মোকলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রবিউল আলম সহ ইমারত শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদের প্রত্যক্ষ ভোট প্রদানের মধ্য দিয়ে নব-নির্বাচিত কমিটি নির্বাচিত হয়। বৃহস্পতিবার নির্বাচিত সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান উক্ত সংগঠনের প্রধান উপদেষ্ট ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান তরিকুল ইসলাম।