দর্শনায় দেয়াল ভেঙ্গে দুটি মুদি দোকানে চুরি
- আপডেট সময় : ১২:৩৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৪
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দর্শনায় দুটি মুদি দোকানের দেয়াল ও তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে। দর্শনা পৌর এলাকার পুরাতন বাজার রেলগেট মুল সড়কের পাশে শুক্রবার ভোরে আনিসের মালিকাধিন মুদি দোকানের দেওয়াল ভেঙ্গে চোর চক্র হানা দেয়।
এসময় দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা, ৫ লিটারের ১০টি সোযাবিন তেল, বিভিন্ন ব্রান্ডের সিগারেট, সাবান, কাটুন ভর্তি এলাচ, সহ অন্যান্য মালামাল সহ প্রায় দুইলাখ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া পাশের আতিয়ার রহমানের মালিকানাধিন দোকানের তালা ভেঙ্গে বিভিন্ন ব্রান্ডের চা পাতি, সিগারেট সহ অন্যান্য মালামাল নিয়ে যায়।
দর্শনা থানার এসআই রাম চন্দ্র সহ সঙ্গীয় ফোর্স ঘটনা স্থল পরিদর্শন করেন। তিনি বলেন আমি নিজে রাত ২ টার দিকেও এই সড়কে টহলে ছিলাম। ভোরে এঘটনা ঘটতে পারে। দোকানের মালিক খনিসুর রহমান দর্শনা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।