উৎসবের মধ্য দিয়ে লক্ষ্মীপুর দাসেরহাট বাজার পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন
- আপডেট সময় : ০৯:০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬২
নাজিম উদ্দিন রানা:
দীর্ঘ ৭ বছর পর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট বাজার পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল দাসেরহাট রূপাচরা সফিউল্লাহ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ৯টা ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। দাসেরহাট বাজারের ৫৩৬ জন ব্যবসায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বাজার এলাকায় ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো বাজার এলাকা।ভোটারদের মাঝেও দেখা গেছে আনন্দ উল্লাস।
দাসেরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির ১১টি পদের মধ্যে সভাপতি পদে পদাধিকার বলে সভাপতি হচ্ছেন চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম রাজু। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্রীড়া সম্পাদক পদে একজন ও কার্যনির্বাহী সদস্য পদে ৩জন।
জানা যায়, দ্বি-বার্ষিক এ নির্বাচনে ৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭জন প্রার্থী। এর মধ্যে সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ সাধারণ সম্পাদক পদে ৪জন, কোষাধ্যক্ষ পদে ২জন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে ৩ জন, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দাসের হাট বাজার পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন ও রূপাচরা সফিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, দীর্ঘ ৭ বছর পর দাসেরহাট বাজার পরিচালনা কমিটির নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এ বাজারটি লক্ষ্মীপুরের তিনটি ইউনিয়ন এর কেন্দ্রবিন্দু। তাই জমে উঠেছে। ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা হবে। নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে আনন্দ দেখা গেছে।