মমিনুল ইসলাম:
চাঁদপুরের মতলব উত্তরে চার কেজি গাঁজাসহ ফাতেমা বেগম (৩৬) ও রোজিনা বেগম (৩৪) নামে দুইজন নারী মাদককারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২২ ফেব্রুয়ারী গভীর রাতে উপজেলার দক্ষিণ উদ্দমদী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান চালান মতলব উত্তর থানার এসআই (নিঃ) মোঃ আবু হানিফ , এসআই মোঃ মিজানুর রহমান-২, এএসআই (নিঃ) শাহাদাৎ হোসেন পাটোয়ারী ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালানা করে উপজেলার দক্ষিণ উদমদী গ্রামস্থ ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে আসামীদের আটক করা হয়। পরে তাদের সাথে থাকা চার কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
আটককৃত মোসাঃ ফাতেমা বেগম কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মোঃ দুলালের স্ত্রী ও রোজিনা বেগম একই ঠিকানার মোঃ জুবায়ের হোসেনের স্ত্রী।
ওসি মোঃ মহিউদ্দিন বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে অদ্য নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে। যাকেই মাদকের সাথে যুক্ত পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না