ষ্টাফ রিপোর্টার:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের মেধায় আর বুদ্ধিমত্ত্বায় হারানো মোবাইল সহ বিভিন্ন মালামাল উদ্ধার করে প্রকমত মালিকদের হাতে বুঝিয়ে দিয়ে ব্যাপক সুনামের দাবীদার হয়ে উঠেছে থানা পুলিশ।তবে ওসি শাহ কামাল আকন্দ থানায় যোগদানের পর থেকে এধরনের সেবায় কোতোয়ালি মডেল থানার পুলিশ থানা এলাকাজুড়ে সকলের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সেই ধারাবাহিকতাতায় থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন আরেকটি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছেন।
বৃহস্পতিবার ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ বেলা ৫ ঘটিকার সময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন তথ্যপ্রযুক্তির মাধ্যমে ১টি মোবাইল ফোন উদ্ধার করেন, গ্রাহকদের মোবাইল ফোন হারানোর ঘটনাকে থানায় সাধারণ ডায়েরি ভুক্ত হওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা হয়, একই কৌশলে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত গ্রাহকদের হাতে তুলে দেন ইন্সপেক্টর তদন্ত ফারুক হোসেন। মালিক তার হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে আনন্দিত হয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে কোতোয়ালী মডেল থানার কর্মকর্তাদের প্রতি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না