শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা সেলিম উদ্যোগে মিলাদ ও দোয়া
- আপডেট সময় : ০৮:৪৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬১
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ ৪-আসনের এমপি একেএম শামীম ওসমানের পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতার মরোণত্তর পদকে ভূষিত একেএম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নাসিক ২নং ওর্য়াড যুবলীগ নেতা সেলিম মাহমুদের উদ্যোগে একেএম শামসুজ্জোহা রুহের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিহ হয়।
এসময় সেলিম মাহমুদ বলেন, একজন মহান ব্যাক্তি ছিলেন আমাদের নারায়ণগঞ্জ ৪-আসনের এমপি একেএম শামীম ওসমানের পিতা একেএম শামসুজ্জোহা। উনার (একেএম শামসুজ্জোহা) মৃত্যুবাষির্কী উপলক্ষে আমাদের ২নং ওর্য়াডে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।