নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪
- আপডেট সময় : ০২:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৪
প্রতিদিনের নিউজ:
সোনারগাঁয়ে রান্নাঘরে সিগারেট ধরাতে গিয়ে গ্যাস লিকেজের আগুন থেকে চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার, ২১ ফ্রেব্রুয়ারি রাতে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাচঁপুর বেহাকৈর এলাকায় বারেক মেম্বারের বাড়ির ভাড়াটিয়া বাবুল কন্ট্রাক্টরের বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মো. সজিব, মো. রুবেল, মো. মামুন মিয়া ও মো. জাকারিয়া।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে ওই বাসার রান্নাঘরে দিয়াশলাই দিয়ে সিগারেটে আগুন ধরানোর সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘরে থাকা চারজনই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে কয়েকজনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে শুনেছি। আমি বিষয়টি খোঁজ নিচ্ছি। আহতদের অবস্থা এ মুহূর্তে বলা যাচ্ছে না।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে ৪জন দদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।