ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের নারায়নপুর এলাকার যুব সমাজের উদ্যোগে নির্মিত শহীদ মিনারে যুবকদের সাথে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সদস্য সাংবাদিক আরিফ রববানী।
প্রথমবারের মতো নিজেদের এলাকায় নির্মিত শহীদ মিনারে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে এলাকার শিক্ষার্থী,দলীয় নেতাকর্মী ও যুবকরা ফুল হাতে শহীদ মিনার প্রাঙ্গণে হাজির হয়ে ভাষা সৈনিকদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য আলামিন,জাতীয় শ্রমিকলীগ ভাবখালী ইউনিয়ন শাখার আহবায়ক জুয়েল মিয়া, সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম, আকাশসহ এলাকার শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।
এই এলাকায় কোন শহীদ মিনার না থাকায় প্রথমবারের মতো নিজেদের নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারায় ব্যাপক উৎসাহ ছিলো স্থানীয় শিক্ষার্থী ও নেতাকর্মীদের মাঝে। এছাড়াও দিবসটি পালন করার লক্ষে স্থানীয় যুবসমাজের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না