মোজাম্মেল হক লিটন:
চাটখিল উপজেলার পূর্ব পরকোট দারুল আরকান নুরানী ও দাখিল মাদ্রাসায় মঙ্গলবার,২১ ফেব্রুয়ারী সকালে মাদ্রাসার সভা কক্ষে গুণীজন সংবর্ধনা সভা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি খোরশেদ আলম মল্লিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ৬ গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়।
মাদ্রাসার সার্বিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য সংবর্ধিত গুণীজনরা হচ্ছেন, মল্লিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈফ মল্লিক, মাদ্রাসার উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন মল্লিক, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মাওলা ও মাদ্রাসার সভাপতি খোরশেদ আলম মল্লিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটখিল প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, মাদ্রাসার সেক্রেটারী মোরশেদ আলম মিয়াজি, মাদ্রাসার সুপার মাওলানা এম আজিজুল হক সাঈফ প্রমুখ। সভা পরিচালনা করেন মাওলানা হাসানুজ্জামান জাহিদ। অনুষ্ঠানে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না