ষ্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের নারায়নপুর দক্ষিণপাড়া গাজী গানের বয়াতী দুলাল মিয়ার বাড়ীতে গাজী কালু জিন্দাপীর শাহ গাজী কালুর স্মরণীয় করে রাখার লক্ষে ২৩তম ওরশ মাহফিল ও বাউল গান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বইলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিহুর রহমান শাহানশাহ।
গাজী, কালু ও চম্পাবতী’র পরিচয় নিয়ে নানান কিংবদন্তি রয়েছে। প্রচলিত আছে বৈরাট নগরের রাজা ছিলেন দরবেশ শাহ সিকান্দর। তারই সন্তান বরখান গাজী। আর কালু ছিলেন রাজা দরবেশ শাহ সিকান্দরের পালিত পুত্র এবং চম্পাবতী হল সামন্ত রাজা রামচন্দ্র ওরফে মুকুট রাজার মেয়ে। কালু আর গাজীর ছিল দারুণ ভাব। যেখানেই গাজী সেখানেই কালু। তার পর ঘটনাচক্রে চম্পাবতীর ভালোবাসার টানে গাজী ছুটে গিয়েছিলেন ছাপাই নগরে যা বর্তমানে বারবাজার নামে পরিচিতি। বারবাজারের গাজী, কালু ও চম্পাপতির সমাধি রয়েছে।
উল্লেখ্য-জিন্দাপীর শাহ গাজী কালুর স্মরণীয় করে রাখার জন্য গাজী গানের বয়াতী দুলাল মিয়ার নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে স্মৃতিস্তম্ভ করতে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করেন অন্য বছরের তুলনায় এ বছরেও দোয়া মাহফিল গাজী কালুর চম্পাবতীর জীবনী নিয়ে পালা গানসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে ।
দুলাল বয়াতী বলেন, আমি গাজী কালু চম্পাবতীর একজন ভক্ত তাই তাদের স্মরণীয় করে রাখার জন্য আমি এটা স্থাপন করি । যতটুকু সম্ভব পালন করি।
অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, কাঁঠাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল,প্রধান পৃষ্ঠপোষক হিসাবে দায়িত্বে ছিলেন ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী। জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য আরিফ রববানীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য আলামিন,জাতীয় শ্রমিকলীগ ভাবখালী ইউনিয়ন শাখার আহবায়ক জুয়েল মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামসহ এলাকার রাজনৈতিক,সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না