সোনাইমুড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- আপডেট সময় : ০৬:৫২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ৫৫
মোজাম্মেল হক লিটন:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ীতে যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। ২১ ফের্রুয়ারি রাত ১২:০১ মিনিটে চাটখিল কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচীর সূচনা হয়।
একইভাবে সোনাইমুড়ীতেও কর্মসূচীর শুরু করা হয়। রাতে চাটখিল কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, স্থানীয় সংসদ সদস্যের পক্ষে প্রতিনিধি দল, চাটখিল থানা, চাটখিল পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাতীয় পার্টি, চাটখিল প্রেস ক্লাব, চাটখিল ফায়ার স্টেশন, মুক্তিযোদ্ধা সংসদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি চাটখিল জোনাল অফিস, সোনালী ব্যাংক, ব্র্যাক চাটখিল পুষ্পস্তবক অর্পণ করে। সোনাইমুড়ীতে অনুরূপভাবে সোনাইমুড়ী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সোনাইমুড়ী পৌরসভা, সোনাইমড়ী থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
সূর্যোদয়ের সাথে সাথে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা প্রশাসন সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উত্তোলন করা হয়। স্ব স্ব প্রতিষ্ঠানে প্রভাতফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা প্রশাসন দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন মসজিদ, মন্দির সহ অন্যান্য উপাসনালয়ে দোয়া করা হয়।