জসিম উদ্দিন:
সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমের কার্যক্রম শুরু করেন। ভোর ৭ টায় সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীদের অংশগ্রহনে খালি পায়ে প্রভাতফেরির মাধ্যমে শহিদদের সম্মান জানানো হয়। সকাল ৮ টা থেকে শহিদদের স্মরনে কবিতা আবৃত্তি,রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা ঝুলন রানী দে সভাপতিত্বে ও সহকারি শিক্ষক গৌরাঙ্গ দেব নাথ এর সঞ্চালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন ৭ম শ্রেনির ছাত্র মারওয়া জান্নাত। গীতা পাঠ করেন সহকারি শিক্ষিকা মিনতি রানী।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী। বিশেষ অতিথি সহকারি শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুস শহিদ,আকলিমা বেগম, হোসনারা বেগম, আব্দুল মান্নান,শহীদুল ইসলাম ভূইয়া,মুহিবুর রহমান, সুজন রুদ্র পাল,মিনতি রানী, শিউলি রানী দে, মাছুম আহমদ, অনুরাধা দে, গৌছ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী আমেনাতুছ সাদিকা। প্রধান শিক্ষক ভাষা শহিদদের সকল সম্মান জানিয়ে তাদের অবদান তুলে ধরেন এবং ভাষা সৈনিকদের চেতনায় উজ্জিবিত হয়ে দেশের জন্য কাজ করতে সকলকে আহবান করেন।অনুষ্ঠান শেষে সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না