সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে জাল দলিল সৃজনকারী লিয়াকত আলী (৬৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। ২১ শে ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের মিজমিজ সাহেবপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে জাল দলিল সৃজন করে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ১০৫ শতাংশ জমি দখলের চেষ্টার প্রতারনার মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা।
সিদ্ধিরগঞ্জ থানার এএসআই আব্দুর রহিম পিপিএম জানান, দুপুরে গোপন সংবাদের মিজমিজ সাহেবপাড়া এলাকা থেকে লিয়াকত আলী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিয়াকত আলীর পিতার নাম মৃত হোসেন আলী।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত লিয়াকত আলী সানারপাড় এলাকার প্রায় ২০ কোটি টাকা মূল্যের ১০৫ শতাংশ জমি জাল দলিল সৃজন করে দখলের চেষ্টা করে জমির মালিকদের হয়রানি করে আসছে। এ ঘটনায় ভূক্তভোগি জমির মালিক মহসীনা আক্তার হ্যাপী বাদি হয়ে নারায়ণগঞ্জ আদালতে একটি প্রতারণা মামলা (নং ৫৩৫) দায়ের করলে আদালত জেলা পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত শেষে পিবিআই জাল দলিল সৃজন করার প্রমানিত হওয়ায় লিয়াকত আলীকে দায়ি করে আদালতে চার্জশীট দাখিল করে। পরে আদালত লিয়াকত আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না