০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
শিরোনাম:
সোনারগাঁয়ের বরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
রিপোর্টার
- আপডেট সময় : ১২:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৪
সোনারগাঁও প্রতিনিধি:
সারা দেশের ন্যায় সোনারগাঁয়ের বরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ শে ফেব্রুয়ারী, মঙ্গলবার সকালে বরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাদিরা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম, বরাব সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক মোঃ আফসার উদ্দিন শাহীন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মনির হোসেন, ব্যবসায়ী আসাদুজ্জামান, মোঃ সাব্বির হোসেন ও সহকারী শিক্ষক আব্দুর রহিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।