কেমন আছো মা?
লেখনীতে: রিপন গুণ
মা'গো তুমি কেমন আছ আজ?
স্বাধীনতার- '৫১' বছর পর?
জানি উত্তরে তুমি বলবে, আমি আজ ভাল নাইরে..
মুখোশধারী লোভী শয়তানদের অত্যাচারে।
দীর্ঘশ্বাস ফেলে.. হয়তো! দুঃখ করে বলবে তুমি..
নিষ্ঠুর-পাষাণের মাঝে ভাল থাকি কি করে বল?
৫২-৬৯-৭১ গেল তবু আজও.
আমার বুকে চলে, রক্তের হলিখেলা!
নিস্তব্ধ হয়ে শুনি আজ, দুস্থ-অসহায় মানুষের আর্তনাদ,
চারিদিকে শোষণের ছড়াছড়ি।
চোখের জল মুছে হয়তো! বলবে তুমি...
আমি তো ভালই থাকতে চেয়েছিলাম-
মা হয়ে- সন্তানের দুঃখে ভাল থাকি, কেমন করে বল?
যখন দেখি, অনাহারী সন্তানদের পেটে নেই ভাত,
পরনে নেই- লজ্জা নিবারণের এক টুকরো কাপড়
নেই কোন জীবনের নিশ্চয়তা।
আবার হয়তো! অতৃপ্ত কণ্ঠে বলবে তুমি...
দেখি শুধু আজ, উঁচু-নিচুর বিশাল ব্যবধান
সবার মাঝে শুধু স্বার্থের ছড়াছড়ি,
উঁচু তলার হিংস্র রাক্ষস গুলো অহংকারে বশে-
মানুষকে মানুষ ভাবতে ভুলে গেছে।
এক বুক জ্বালা নিয়ে হয়তো! বলবে তুমি..
মা হয়ে, আজও তোদের স্বপ্ন পূরণ করতে পারিনি
পারিনি রাখতে তোদের, আমার স্নেহের আঁচল তলে,
ব্যর্থ আমি! পারিনি দিতে তোদের -
হিংসা-বিদ্বেষ মুক্ত স্বপ্নের 'সোনার বাংলা'।
রাগ-ক্ষোভ-অভিমানে হয়তো! বলবে তুমি..
আমার স্থান শুধু আজ, স্বার্থান্বেষী'দের বক্তৃতা মঞ্চে
মাকে ভালবেসে জীবন দিয়ে-
যে, একুশের চেতনা....
জাগিয়েছিলি তোরা, বাংলার বুকে,
সেটা আজ, 'দেশপ্রেম' নয় শুধু ভাষণের সূচনা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না