মোরেলগঞ্জে মমিন স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ১০:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬০
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জের হোগলাবুনিয়া ইউনিয়নে চর হোগলাবুনিয়া মমিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে ৩৮ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। সোমবার সকালে বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সহ-সভাপতি মোঃ ইখতিয়ার হোসন দিলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহবায়ক মো. মোজাম্মেল হক মোজাম, হোগলাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আকরামুজ্জামান হাওলাদার, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ, বিশিষ্ট সমাজ সেবক অধ্যপক শামীম আহসান পলাশ, উপজেলা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ।
এছাড়াও অন্যান্যের উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক এইচ,এম হেমায়েত উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি মো. তানভীর হায়দার জনির সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আলি হায়দার চুন্নু। ৩ দিন ব্যাপি এ ক্রিড়া অনুষ্ঠানের সমাপনী দিনে ছাত্র-ছাত্রীদের একক ও দলীয় নৃত্য পরিবেশন করার পর আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে উপহার তুলে দেন প্রধান অথিতি।