সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধিক মাদক মামলা আসামিকে ৬'শ৭৩ পিছ ইয়াবা ট্যাবলেট দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব-১১। আজ রবিবার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো: মোশারফ হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত শনিবার (১৮ ফ্রেব্রুয়ারি) বিকেলে চিটাগাংরোডস্থ শিমরাইলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া মাদক কারবারি সিদ্ধিরগঞ্জের শিমরাইল মধ্যপাড়া এলাকার মো: শমসের আলীর ছেলে মো: আলী নূর (৪৫)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারি আর্থীকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তারা কারবারিকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় তিনটি মাদক মামলা দায়ের। উক্ত কারবারির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র্যাব।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না