খুলনা প্রতিনিধি:
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নিজামূল কবীর রবিবার, ১৯ ফের্রুয়ারি দুপুরে খুলনা জেলা তথ্য অফিস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা তথ্য অফিসের পরিচালকের অফিসকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ইতিবাচক কাজের মাধ্যমে জেলা তথ্য অফিসের গৌরব ও ঐতিহ্য ধরে রাখতে হবে। এক্ষেত্রে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রম করতে হবে।
মহাপরিচালক আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তৃণমূলের মানুষের কাছে তুলে ধরতে প্রচার কার্যক্রম আরো জোরালো করা প্রয়োজন। সরকার দেশ ও জাতির উন্নয়নে কাজ করছে, সরকারের কার্যক্রমকে ফলপ্রসূ করতে তথ্য অফিসের দায়বদ্ধতা রয়েছে। তিনি খুলনা জেলা তথ্য অফিসের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এসময় খুলনা জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান, যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিমসহ কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে মহাপরিচালক জেলা তথ্য অফিসে পৌঁছালে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর ও জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন ফুল দিয়ে স্বাগত জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না