নওগা সংবাদদাতা
নওগাঁর মহাদেবপুরে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের পর আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মহাদেবপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে গঠিত একটি চৌকশ টিম গত বুধবার মহাদেবপুর, মান্দা, নিয়ামতপুর ও পোরশা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো- মান্দা উপজেলার চকজামদই গ্রামের লুৎফর রহমান হাবুর ছেলে তারেক ওরফে হৃদয় (২৫), মোয়াই গ্রামের আ. সাত্তারের ছেলে জুয়েল (২৬), নিয়ামতপুর উপজেলার ভবানীপুর দামনাশপাড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে নুরুজ্জামান ওরফে সাগর (২৮), পরানপুর (বরাইল দেনপুকুরপাড়া) গ্রামের বিদেশের ছেলে বিকাশ (২৬), মহাদেবপুর উপজেলার চককন্দর্পপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে হায়দার আলী (৩২) ও পোরশা উপজেলার শোভাপুর গ্রামের শুকুর মিস্ত্রির ছেলে মেহেদী (২১)।
পুলিশ সুপার জানান, গত ৩০ অক্টোবর মহাদেবপুর উপজেলার সতিহাট-মহাদেবপুর গামী পাকা রাস্তায় সুলতানপুর নামক স্থানে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল গাছ কেটে রাস্তায় ফেলে রাস্তায় চলাচলকারী মাইক্রোবাস ও পিকআপ আটকিয়ে লোকজনের নিকট থেকে মোবাইল ফোন ও নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার শিকার দুলালপাড়া গ্রামের মৃত মমতাজের ছেলে আবুল কালাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে ডাকাতিকৃত ৩টি মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল, হাসুয়া, হ্যান্ডকাপ, চাকু এবং লাঠি উদ্ধার করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না