প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্নাঢ্য এক আনন্দ র্যালীর আয়োজন করে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দরা। র্যালীটি শহরের খানপুর হাসপাতাল এলাকা থেকে শুরু করে ২নং রেলগেট এলাকা ঘুরে আবার খানপুর এসে শেষ হয়।
এসময় র্যালিটিতে শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ ও শব্দযন্ত্রের ব্যবহার র্যালিটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলে। র্যালি শেষ করে নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ওবায়েদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী আল মামুনুর রশীদ র্যালীতে অংশগ্রহণের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তারা বলেন, শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধুর সবচেয়ে কনিষ্ঠ পুত্র। ৭৫ এ হায়েনার দল তাকেও ছাড় দেয় নাই। পুরো পরিবারের সাথে তাকেও হত্যা করা হয়েছে। তার নামে এই সংগঠন। আমরা এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় শেখ রাসেলের নামে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি। যাতে করে আগামী প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, সদর, বন্দর, সোনারগাঁওয়ের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতৃবৃন্দরা
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না