সোহেল রানা:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকায় একটি মাদ্রাসার অভিভাবক সমাবেশ থেকে জামাত শিবিরের ২০ জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) বিকালে বেতবাড়িয়া এলাকায় জাবানুল নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সামাবেশ ও বার্ষিক ভোজের জন্য করা প্যান্ডেলে অভিযান চালায় পুলিশ সদস্যরা। এসময় অভিভাবক সমাবেশ থেকে ২০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। জাবানুল নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলীমের দাবি এটি কোন জামাতের গোপন বৈঠক বা কোন রাজনৈতিক অনুষ্ঠান ছিলো না। তবে পুলিশ তাদের জানিয়েছেন আটকৃতরা জামাতের রাজনীতির সাথে জড়িত।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, বার্ষিক ভোজের আড়ালে জামায়াত শিবির কর্মীরা গোপন বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে বেতবাড়িয়া এলাকায় একটি মাদ্রাসার পাশে করা প্যান্ডেলে অভিযান চালিয়ে ২০ জন আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয় ও রাজনৈতিক পদ যাচাই বাছাই করে দেখা হচ্ছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না