খুলনা প্রতিনিধি:
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া যেমন প্রয়োজন, অনুরূপভাবে খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা লাভ করা যায়। শারীরিকভাবে অসুস্থ থাকলে জীবনে সফলতা অর্জন করা যায় না। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ক্রীড়াবিদেরা সারা পৃথিবীর সামনে তুলে ধারতে পারেন।
শনিবার সকালে খুলনা দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার স্বাধীনতার জন্য রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। স্বাধীনতার পরে শহিদ শেখ কামাল আবাহনী ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক ফুটবল খেলা চালু করেন। আধুনিক ক্রীড়া জগতে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের অবদান অনেক। এই সরকারের আমলেই আমরা ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করি।
তিনি আরও বলেন, খুলনা শহরকে তিলোত্তমা নগরী গড়ে তোলার জন্য ময়ুর নদসহ ২২টি খাল খননের কাজ এবং জলাবদ্ধতা নিরসনের জন্য খুলনার ড্রেনেজের কাজও চলমান রয়েছে। এছাড়া নগরীর ৩১টি ওয়ার্ডের চারশত ৮১টি রাস্তার উন্নয়ন কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্জ্য ব্যব¯’াপনার জন্য তিনশত ৯১ কোটি টাকার প্রকল্প বস্তবায়িত হয়েছে। খুলনা সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামানের সভাপতিত্বে
অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ তবিবার রহমান, ছাত্র সংসদেও ভারপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সমীর কুমার দেব, কলেজ ছাত্র লীগের সভাপতি মোঃ রাকিব মোড়ল এবং সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি বক্তৃতা করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না