খুলনায় যুবলীগের প্রতিবাদ মিছিল-সমাবেশ
- আপডেট সময় : ০৮:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৬
খুলনা প্রতিনিধি:
বিএনপি-জামায়াত নির্বাচনকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে। তারা আন্দোলনের নামে জনগন ও আইন-শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা করছে।
শনিবার বাংলাদে আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা আয়োজিত প্রতিবাদ সভা ও মিছিলে এই অভিযোগ করেন বক্তারা। বেলা ১১টায় নগরীর শঙ্খমার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমনা পলাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। প্রধানবক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জেড এ মাহমুদ ডন, আলী আকবর টিপু, এ্যাডঃ আলকা নন্দা দাস, এ্যাডঃ সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাষ, ফকির সাইফুল ইসলাম, হাফেজ মোঃ শামীম, মফিদুল ইসলাম টুটুল, আকীল উদ্দিন, খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনোজিৎ কুমার ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফেরদাউস হোসেন লাবু, বাবুল সরদার বাদল, মাহাবুবুর রহমান বাবলু মোল্লা, শিহাব উদ্দিন, আজম খান, ওয়াহিদুজ্জামান পলাশ, মির লিটন, রোজি ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, কাজী কামাল হোসেন, এ্যাডঃ আল আমীন উকিল, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, তাজুল ইসলাম, কাজী ইব্রাহিম মার্শাল, মহিদুল ইসলামমিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, কে এম শাহীন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ,
অভিজিৎ পাল, রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন, আব্দুল মালেক, আরিফুর রহমান আরিফ, কাঞ্চন শিকদার, শওকত হাসান, বাদল সিপাহী, ইমরুল ইসলাম রিপন, হাসান শেখ, আসাদুজ্জামান শাহিন, লাবু আহমেদ, হারুন উর রশিদ, আনিসুর রহমান, ইব্রাহিম হোসেন তপু, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জিহাদ, মহিদুল ইসলাম শান্ত, ইকবাল হোসেন প্রমুখ। প্রতিবাদ সভা শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়। যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।