কাজল কান্তি দে, কক্সবাজার:
কক্সবাজারের মহেশখালী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী পূজা উপলক্ষে শ্রী শ্রী আদিনাথ মন্দির পাদদেশে বসছে ১৩ দিন ব্যাপী ঐতিহাসিক আদিনাথ মেলা। শনিবার, ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টা শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের শিব দর্শন এবং শেষ হবে ১৯ ফেব্রুয়ারি রোববার বিকাল ৪ টায় । ইতোমধ্যে বিভিন্ন জায়গায় থেকে পূজার্থী ও দর্শনার্থীরা আসতে শুরু করেছে অনেকে মন্দির প্রাঙ্গনে এসে অবস্থান নিয়েছেন। পূজা শেষে আদিনাথ মেলা চলবে ২ মার্চ পর্যন্ত। তবে শিবের পূজা, ও দর্শন দিতে প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশের প্রত্যন্ত এলাকার লোকজন ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, শ্রীলংকা ও ভূটান থেকে অনেক পূজার্থী ও দর্শনার্থীগণ আসেন এই শিব দর্শন করতে।
পাশাপাশি মহেশখালীর শ্রী শ্রী আদিনাথ মেলা একটি সকল সম্প্রদায়ের ঐতিহাসিক মিলন মেলায় পরিনত হয়। এবছরও মেলায় ৩ শতাধিক হরেক রকম স্টল/দোকান বসেছে। সনাতন ধর্মাবলম্বী বিজ্ঞজনেরা জানান, প্রতি দোকানপাঠ বছর ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদি দেব মহাদেব শিবের আর্শীবাদ লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা শিবের পূজা ও দর্শন দিয়ে থাকেন। কক্সবাজার জেলা প্রশাসন থেকে মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মেলার জন্য ১৩ দিনের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও শ্রী শ্রী আদিনাথ মেলা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন জানান, শিব চতুর্দশী পূজা ও শ্রী শ্রী আদিনাথ মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূজা ও মেলায় আগত লোকজনদের যাতায়াত নির্বিঘ্ন করতে মহেশখালী হতে কক্সবাজার নৌপথে এবং মহেশখালী হতে বদরখালী ব্রিজ পর্যন্ত সড়ক পথে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ ও শ্রী শ্রী আদিনাথ মেলা সুপার প্রনব চৌধুরী জানান, শিব চতুর্দশী পূজা ও শ্রী শ্রী আদিনাথ মেলায় আগত পূজার্থী, দর্শনার্থী ও তীর্থযাত্রীদের নিরাপত্তা দিতে এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মেলা চলাকালীন পুলিশের একটা টিম সার্বক্ষনিক ওখানে থাকবেন। পাশাপাশি টহল পুলিশও থাকবে।এসময় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে কোন ছাড় দেওয়া হবে না।
শিব চতুর্দশী পূজা ও মেলা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সীতাকুণ্ড স্রাইন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার ব্রজ গোপাল ঘোষ বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও শিব চতুর্দশী পূজা ও শ্রী শ্রী আদিনাথ মেলা চলবে ১৩ দিন ব্যাপী। শিব দর্শন ও মেলায় সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণে থাকবে। প্রশাসনের আন্তরিক সহযোগিতায় এ পূজা ও মেলা সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হতে সকলকে আন্তরিক হতে হবে। পূজা ও মেলায় বিভিন্ন উপকমিটি যথাযথ দায়িত্ব পালন করবেন।
মহেশখালীর শ্রী শ্রী আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি ও শিব পূজা এবং শ্রী শ্রী আদিনাথ মেলা পরিচালনা কমিটির সহ-সভাপতি শান্তি লাল নন্দী জানান, মহেশখালীতে শিব পূজা ও শ্রী শ্রী আদিনাথ মেলায় আগত পূজার্থী, দর্শনার্থী ও ভক্তবৃন্দদের জন্য মন্দির এলাকায় থাকার সু-ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতায় এ শিব পূজা ও শ্রী শ্রী আদিনাথ মেলা সম্পন্ন করা সম্ভব। শিব পূজা ও শ্রী শ্রী আদিনাথ মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের মেম্বার সুজন কান্তি দে বলেন, শিব চতুর্দশী পূজা ও শ্রী শ্রী আদিনাথ মেলায় কেউ অনৈতিক কর্মকাণ্ড করার অপচেষ্টা চালালে তার বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। মেলাকে ঘিরে যাত্রা, সার্কাস, হাউজী সহ যে কোন ধরনের জুয়া খেলা কঠোর ভাবে দমন করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না