দূর্গাপুরে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১২:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ৫৪
রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় শ্রাবন্তী সাংমা (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় অগাড় অনির্বাণ শিক্ষানিকেতনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শ্রাবন্তী সাংমা দাহাপাড়া গ্রামের দিজেন চিসিমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শ্রাবন্তী সাংমার মা ঢাকায় থাকেন। সে তার বাবা ও ভাইয়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকে। সকালে শ্রাবন্তী’র বাবা ও বড় ভাই কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার কিছু সময় আগে কাজ সেরে বাড়িতে ফিরে বড়ভাই প্রান্ত সাংমা ঘরের ভেতর ঢুকে দেখতে পান তার বোনের দেহ ঘরের আড়ায় ঝুলছে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবার থেকে কোন লিখিত অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।