গাজীপুরে পুলিশের অভিযানে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেফতার ৬৯
- আপডেট সময় : ০৯:১৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ৫৪
এম এ আজিজ :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার উদ্ধার অভিযানে ৭৮০ পিস ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ ৬০০ টাকাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন স্থানে ডাকাতি, ছিনতাই ও চুরি করার এর অপরাধে ১ টি ছুরি, ১ টি চাপাতি, ৫ টি মোবাইল ফোন, ১ টি ট্রাভেল ব্যাগ, ১ টি মোটরসাইকেল,১ টি সনি ব্র্যান্ডের রঙিন টিভি, নগদ ৭০০০ টাকা সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। জুয়া খেলার অপরাধে ১ বান্ডিল তাস, নগদ ৬৫০০ টাকা সহ ৪ জনকে গ্রেফতার করা হয়।এছাড়াও বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ওয়ারেন্টসহ গ্রেফতার ৬৯ জন কে আটক করেছে।
উদ্ধার হওয়া মালামাল ৭৮০ পিস ইয়াবা, ১ টি ছুরি, ১ টি চাপাতি, ৫ টি মোবাইল ফোন, ১ টি ট্রাভেল ব্যাগ, ১ টি মোটরসাইকেল, ১ টি সনি ব্র্যান্ডের রঙিন টিভি, ১ বান্ডিল তাস, নগদ ১৪১০০ টাকা।
পুলিশ কমিশনারের নির্দেশনা অনুযায়ী মাদক বিরোধী এবং অন্যান্য অভিযান অব্যাহত রাখবে।