মোঃ মোস্তাফিজুর রহমান,ধামইরহাট:
নওগাঁর ধামইরহাটে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘ধামইরহাট প্রিমিয়ার লীগ’ টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে শুক্রবার, ১৭ জানুয়ারী বিকেল পৌনে ৫ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ডিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।
একই মাঠে বঙ্গবন্ধু আন্তঃউপজেলা ভলিবল টূর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, থানার সেকেন্ড অফিসার এন.আই শাহজাহান আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, গোলাম কিবরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ইউএস বাংলা এয়ার লাইন্সের সহকারী ম্যানেজার আবির হাসান মিলন, পূবালী ব্যাংকের অপারেশন ম্যানেজার মেহেদী হাসান অলিভ, পৌর সভার প্যানেল মেয়র মেহেদী হাসান, প্রভাষক আবু হানিফ,কাউন্সিলর আমজাদ হোসেন, আলতাব হোসেন, একরামুল হক, জেসমিন সুলতানা কানন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির, আগ্রাদ্বিগুনের সোনালী স্বপ্ন ক্রিকেট একাডেমীর পরিচালক আসাদুর রহমান শাহিন, ভলিবল এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান তোতা, খেলা পরিচালক রবিউল হক টাইগার প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না