মাহমুদ আলম সরদারকে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত
- আপডেট সময় : ০৬:২৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬০
বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক, কালকিনি-ডাসার-মাদারীপুর সদর সংসদীয় আসনের প্রিয়মুখ, মাদারীপুরের কালকিনি উপজেলার কয়রিয়া এলাকার বাসিন্দা ও কারা নির্যাতিত ছাত্রনেতা এবিএম মাহমুদ আলম সরদার।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এ খুশির খবরে তার সমর্থকরা তার গ্রামের বাড়িসহ উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন।
এব্যাপারে ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি মাহমুদ আলম সরদার বলেন, আমাকে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত করায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এদিকে, এবিএম মাহমুদ আলম সরদার ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার তাকে অভিনন্দন জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সহ দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।