যশোর সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা উপজেলায় মুক্তমঞ্চে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা বলেন, পঁচাত্তরের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচ এম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। আমি আজ গভীর শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি। জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান মুছা, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল কাদের, গঙ্গানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার সর্দার, নির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান লুবানা তাক্ষী, নাছিমুল হাবিব শিপার, মোর্তজা ইসলাম বাবু, আজহার আলী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সকল স্তরের নেতৃবৃন্দ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না