শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চাঞ্চল্যকর “শিশু ধর্ষণের পর হত্যা” মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মো: নাজিম উদ্দীন (৪৬) কে ঢাকার ধামরাই হতে গ্রেফতার করেছে র্যাব-১১’র সদস্যরা। বৃহস্পতিবার পুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আমজী নগরে অবস্থিত র্যাব-১১’র সদর প্তর থেকে উপ-পরিচালক, স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক সংবা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ধৃত মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মো: নাজিম উদ্দিন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বিরাব এলাকার শাহজাহানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, উল্লেখিত মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীর বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১’র একটি চৌকস গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় গত বুধবার র্যাব-১১, সিপিসি-১’র অভিযানে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী নাজিম উদ্দিনকে ঢাকা জেলার ধামরাই থানার ডেমরান হাটিপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গত ২০০৬ সালের ১৩ জানুয়ারি রূপগঞ্জ ানার বিরাব বাজার এলাকার ভিকটিম ১০ বছরের শিশু টেইলার্সের দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয় এবং শিশু ভিকটিমকে ধর্ষণ করে শ^াসরোধে হত্যার ঘটনা ঘটে। ১৪ জানুয়ারি বিরাব এলাকার বাঁশঝাড় থেকে শিশু ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উক্ত ঘটনায় ভিকটিমের মা ছালেহা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫ (তাং-১৪/০১/২০০৬ইং)। পরবর্তীতে গত ২০২৩ সালের ২৫ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন মন ট্রাইব্যুনাল আদালতে আসামী মো: নাজিম উদ্দিন এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃন্ড্যুদন্ডে দন্ডিত করেন। গ্রেফতারকৃত আসামীকে রূপগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে বলেও র্যাব নিশ্চিত করেছেন।