সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ আটক-১
- আপডেট সময় : ০৫:৫১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬২
সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২৮ কেজি গাঁজাসহ সেলিম শিকদারকে গ্রেফতার করেছে র্যাব-৩। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
আটক সেলিম শিকদার (৪২) মুন্সিগঞ্জের বাগাইকান্দির মৃত আব্দুল মজিদ শিকদারের ছেলে। এসময় ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়। পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে। সে বিভিন্ন সময় বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। সে মূলত প্রাইভেটকার যোগে যাত্রী পরিবহনের আড়ালে অবৈধ মাদকের বড় বড় চালান কুমিল্লা হতে দেশের বিভিন্ন স্থানে বহন করে ক্রয় বিক্রয় করে থাকে। তার মাদকের ব্যবসার সাথে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানায়। উক্ত সিন্ডিকেটের বাকি সদস্যোদের ধরার জন্য র্যাবের অভিযান চলমান রয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।