নড়াইলে আরজেএফ’র সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৭০
নড়াইল প্রতিনিধি:
নড়াইলে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে নড়াইল জেলা রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর আয়োজনে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সেমিনার হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা আরজেএফ’র সভাপতি সাজ্জাদ আলম খান সজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস ও স্থায়ী পরিষদের সদস্য মো: উজ্জ্বল খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন,আরজেএফ’র ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন। সম্মানিত অতিথি ছিলেন, আরজেএফ’র সাবেক ভাইস-চেয়ারম্যান মো: সাথী তালুকদার, স্থায়ী পরিষদের সদস্য মাহবুবুর রহমান, মো: ফারুকুল ইসলাম, বিভাগীয় সাংগঠনিক সমম্বয়ক মো: রোমান আকন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা আরজেএফ’র সভাপতি এনামুল হক, দৈনিক কলম কথার সম্পাদক সুমন চক্রবর্তী সহ নড়াইল জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। এসময় সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাথী বেগম ও সোহানা পারভীন’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।