দাউদ মোঃ তুহিন, শরীয়তপুর:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ আর বেশী দুরে নয়। ২০৪১ সালের পূর্বেই তা পূরণ হবে। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন মজিদ জরিনা ফাউন্ডেশনের অগ্রগতি দেখে মনে হয় তা অচিরেই বাস্তবায়ন হবে। আমার পাকিস্তানের চেয়ে অনেক দূর এগিয়ে আছি। পাকিস্তান আমাদের রোল মডেল মনে করে।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে শরীয়তপুরের নড়িয়ায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক আইজিপি ও উক্ত স্কুল এন্ড কলেজের সভাপতি একেএম শহীদুল হকের সভাপতিত্বে ও অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান,ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মফিজুর রহমান, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান,পুলিশ সুপার সাইফুল হক, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক। তিনি আরও বলেন, বিগত দিনে আমরা যেভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করেছি আগামী দিনে ও যে ধরনের দায়িত্ব আমাদের উপর আসে তা সঠিক ভাবে পালন করবো।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না