নারায়ণগঞ্জ (সোনারগাঁ) সংবাদদাতা
নারায়ণঞ্জের সোনারগাঁ উপজেলায় শম্ভুপুরা এলাকায় এক গৃহবধূকে (১৮) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভুক্তভোগী গৃহবধুর মা বাদী হয়ে একই এলাকার আজিজ ভূঁইয়ার ছেলে মফিজ ভূঁইয়ার (৪০) বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী আলী আহমেদ টিটু প্রতিদিন কাজের উদ্দেশ্যে বাহিরে চলে যায়। সে সুযোগে মফিজ ভূঁইয়া দীর্ঘ ১৫ দিন যাবৎ ওই গৃহবধকে কুপ্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় তার ক্ষতিসাধন করার জন্য সুযোগ খুঁজতে থাকে। গত মঙ্গলবার (১ নভেম্বর) সাড়ে ১২টার দিকে ঘরের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে মফিজ ভূঁইয়া। এ সময় গৃহবধূকে একা পেয়ে মুখ চেপে ধর্ষণের উদ্দেশ্যে শরীরের কাপড় টানা-হেচড়া করে ছিড়ে ফেলে। শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষনের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে গৃহবধূর ডাক-চিৎকার দিলে বিবাদি দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে সোনারগাঁও থানার পরিদশর্ক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না