সখিপুর ইন্দারজানী বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ১২:১৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৪
পারভেজ হাসান, সখীপুর:
টাংগাইলের সখিপুরে কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আনন্দর্যালী ও শোভাযাত্রা এবং জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়।
এরপরে অতিথিদের ব্যাজ পরিদান ও পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীন ছাত্রছাত্রীদের ফুলে দিয়ে বরণ করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব ইনছান আলী মাস্টারের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব দুলাল হোসেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সখিপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, ছোটচওনা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হুদা। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক জনাব মিজানুর রহমান লাবু। আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তি।