ট্রেনের ধাক্কায় সাংবাদিক নিহত
- আপডেট সময় : ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬৩
রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনার বারহাট্টায় ট্রেনের ধাক্কায় ৭১ বাংলা টিভির অনলাইন মিডিয়ার সাংবাদিক পাপ্পু মজুমদার (৪০) মারা গেছেন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেনটি বারহাট্টা উপজেলার বরুহাটি এলাকায় ট্রেনের সাথে ধাক্কায় এ ঘটনাটি ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জেলার সদরের পাটপট্টি এলাকার নিখিলনাথ রোড এলাকার স্বপন মজুমদারের ছেলে। তিনি নাট্যকর্মী হিসেবেও সক্রিয় ছিলেন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক পাপ্পু মজুমদারের স্ত্রী মোহনগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীতে কর্মরত। শিশুকন্যাকে নিয়ে মোটরসাইকেলে করে মোহনগঞ্জ যাচ্ছিলেন।পথে বারহাট্টা উপজেলার ইসপিঞ্জাপুর রেলক্রসিংয়ে পাশে একটি দোকানে মেয়েকে বসিয়ে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
হাটতে হাটতে তার কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেনটি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে পাপ্পু রেল লাইনের পাশে ছিটকে পড়ে। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
পাপ্পুর সহকর্মী সাংবাদিক আমিনুল ইসলাম মনি জানান, কানে হেডফোন থাকায় ট্রেনের হর্ন শুনতে পায়নি পাপ্পু। এদিকে রেলক্রসিংয়ের গেটম্যানও চিৎকার করে সরে যেতে বলছিল। কিন্তু কানে হেডফোন লাগিয়ে নিচ দিকে চেয়ে হাঁটার কারণে গেটম্যানের চিৎকার, ইশারা আর ট্রেনের হর্ন কিছুই তিনি শুনতে পাননি।
বারহাট্টা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বাণী বলেন, সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষে সাংবাদিক পাপ্পু মজুমদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাপ্পু মজুমদারের অকাল প্রয়াণে জেলার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মো. শামছুজ্জোহা, সাধারণ সম্পাদক সিতাংশু বিকাশ আচার্য্য।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রহুল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।