লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বড়মোকাম বাজারে অগ্নি দুর্ঘটনায় করণীয় বিষয় নিয়ে নানা কার্যক্রম মহড়া করছে লৌহজং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মহড়ায় অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্কিত না হয়ে কিছু পদ্ধতি প্রয়োগের মাধ্যমেই অতি দ্রুত আগুন নিভানো সম্ভব বলে জানান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে এবং কীভাবে এর সমাধান করা যায় তা সম্পর্কে তারা বাজারের দোকানিদের ধারণা দেন।
এ ব্যাপারে লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মতিন জানান, সচেতনতাই পারে অগ্নিকান্ডে থেকে আমাদের রক্ষা করতে। আগুনে প্রতিবছর অনেক মানুষ মৃত্যুবরণ করেন। তবে সবাই যদি এ বিষয়ে সচেতন হয় তাহলে অগ্নিকান্ডের ঘটনা অনেকটাই কমে আসবে। বাজারের দোকানদারদের সচেতন করার জন্য এই মহড়া।
এ সময় উপস্থিত ছিলেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, জানে আলম সিকদার, সাহাদাত হোসেন শাহীন, ফয়সাল তালুকদার,বল হরি,প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না