রাজশাহীতে মুক্তিযোদ্ধা লীগের উদ্যাগে জেল হত্যা দিবস পালন
- আপডেট সময় : ০৯:০০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ৬৩
রাজশাহী জেলা সংবাদদাতাঃ-
রাজশাহীতে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের উদ্যাগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩নভেম্বর) সকাল ১১ টায় গুলিসহান হোটেল ইম্প্রিয়ালের দিবসটি স্মরণে রাখার জন্য বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ শোক দিবস পালন করেন। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই সময়ে বক্তারা বলেন, আজ ৩ নভেম্বর, শোকাবহ জেলহত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে এটি দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক ছাত্র নেতা জনাব মজিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহল আমীন,বীর মুক্তিযোদ্ধা,সালেহ আহম্মেদ সামাদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান ও লায়ন নূর ইসলাম প্রমুখ।