বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সরকার প্রদত্ত সেবাগুলো সঠিকভাবে প্রদানের লক্ষে এবং জলবায়ুতে ক্ষতিগ্রস্ত এলাকায় সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ক্লাইমেট এ্যাকশন প্লাটফর্ম গঠিত হয়েছে।
বুধবার (১৫ই ফেব্রুয়ারী) সকালে বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বাঁধনের দশানীস্থ কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক সভাপতিত্বে বাগেরহাট জেলার ক্ষতিগ্রস্ত উপজেলার নির্ধারিত ইউক্যাট সদস্যদের সমন্বয়ে জেলা পর্যায়ে ক্লাইমেট এ্যাকশন প্লাটফর্ম গঠিত হয়। এ সময় বাঁধনের ইউক্যাট সদস্য, সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় কমিটির সভাপতি হলেন মৃন্ময় হালদার, সদস্য সচিব বাঁধন মানব উন্নয়ন সংস্থার পক্ষে সোহাগ হাওলাদার, সহ-সভাপতি শেখ ফারুক হোসেন, পলিয়া খাতুন, মিডিয়া কো-অর্ডিনেটর সৈয়দ শওকত হোসেন, যুগ্ম সচিব শেখ মেহেদি, সাংগঠনিক সম্পাদক আল মামুন শেখ, কোষাধ্যক্ষ মিলন মন্ডল, প্রচার সম্পাদক ফাহিম আহমেদ, দপ্তর সম্পাদক রোমানা খাতুন,সাংস্কৃতিক সম্পাদক শাওন শেখ, নির্বাহী সদস্য খুকুমনি ময়না, তরিকুল ইসলাম, এনামুল শেখ, সামিয়া রুপা। পরে কমিটির সদস্যদের নিয়ে তিন মাসের পরিকল্পনা তৈরি করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না