১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

এম ডব্লিউ কলেজে বসন্ত ও পিঠা উৎসব

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৬০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শীতের শেষের দিকে এসে শীতকালীন পিঠা উৎসবে মেতেছে এম.ডব্লিউ কলেজের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দরা। একই সাথে ফাল্গুণের বসন্ত উৎসবেও মেতেছে তারা। ১৪ই ফেব্রুয়ারি বিশ^ ভালোবাসা দিবসে বসন্ত ও পিঠা উৎসবের বন্ধুত্ব ও ভতৃত্বের মেলবন্ধনে দিনটি উদযাপন করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা।

সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজীনগর এম.ডব্লিউ (মার্চেন্ট এন্ড ওয়ার্কার্স) কলেজে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে বসন্ত ও পিঠা উৎসব। শিক্ষার্থীদের এ মিলন মেলায় বর্তমান শিক্ষার্থীদের হাতে বানানো পিঠা খেয়ে এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়ে উঠেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নূর আক্তার। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলেজটির মাঠ প্রাঙ্গণে চলে এই উৎসব।

এদিন সকাল থেকেই বিদ্যালয়ের মাঠে বিভিন্ন ঐতিহ্যগত নামে তিন বিভাগের শিক্ষার্থীদের স্টলগুলো বাহারি রঙে এবং ডিজাইনে সেজে উঠে। শিক্ষার্থীরা রঙ-বেরঙয়ের নতুন জামা-কাপড় পড়ে নানা সাজে উৎসবে আসতে শুরু করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নেচে-গেয়ে কলেজ প্রাঙ্গণে উৎসব আবেশের সৃষ্টি করে। এসময় বিদ্যালয়ের বাহিরে এবং মাঠ প্রাঙ্গণের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে এই মিলন মেলায় উৎসবমুখর হয়ে উঠে। বিদ্যালয়ের বিজ্ঞান, ব্যবসা, মানবিক শাখার শিক্ষার্থীরা গ্রুপ ভিত্তিক আলাদা-আলাদা স্টল স্থাপন করে। স্টলগুলোতে সাজানো হয় শিক্ষার্থীদের হাতে বানানো নানা ধরনের পিঠা। শিক্ষকবৃন্দরা ঘুরে ঘুরে স্টলগুলো পরিদর্শন করেন এবং পিঠা খেয়ে শিক্ষার্থীদের আনন্দিত করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ নূর আক্তার। এছাড়া কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এম.এ জলিল, উদযাপন পরিষদের আহ্বায়ক শামীমা আক্তার, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী সম্পাদক নাঈমা আক্তার, বাংলা বিভাগের নাজনীন পারভীন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মাজহারুল হক, ব্যবস্থাপনা বিভাগের মো. মহসিন হোসেন সহ অন্যান্য সকল শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

এম ডব্লিউ কলেজে বসন্ত ও পিঠা উৎসব

আপডেট সময় : ০৯:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শীতের শেষের দিকে এসে শীতকালীন পিঠা উৎসবে মেতেছে এম.ডব্লিউ কলেজের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দরা। একই সাথে ফাল্গুণের বসন্ত উৎসবেও মেতেছে তারা। ১৪ই ফেব্রুয়ারি বিশ^ ভালোবাসা দিবসে বসন্ত ও পিঠা উৎসবের বন্ধুত্ব ও ভতৃত্বের মেলবন্ধনে দিনটি উদযাপন করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা।

সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজীনগর এম.ডব্লিউ (মার্চেন্ট এন্ড ওয়ার্কার্স) কলেজে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে বসন্ত ও পিঠা উৎসব। শিক্ষার্থীদের এ মিলন মেলায় বর্তমান শিক্ষার্থীদের হাতে বানানো পিঠা খেয়ে এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়ে উঠেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নূর আক্তার। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলেজটির মাঠ প্রাঙ্গণে চলে এই উৎসব।

এদিন সকাল থেকেই বিদ্যালয়ের মাঠে বিভিন্ন ঐতিহ্যগত নামে তিন বিভাগের শিক্ষার্থীদের স্টলগুলো বাহারি রঙে এবং ডিজাইনে সেজে উঠে। শিক্ষার্থীরা রঙ-বেরঙয়ের নতুন জামা-কাপড় পড়ে নানা সাজে উৎসবে আসতে শুরু করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নেচে-গেয়ে কলেজ প্রাঙ্গণে উৎসব আবেশের সৃষ্টি করে। এসময় বিদ্যালয়ের বাহিরে এবং মাঠ প্রাঙ্গণের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে এই মিলন মেলায় উৎসবমুখর হয়ে উঠে। বিদ্যালয়ের বিজ্ঞান, ব্যবসা, মানবিক শাখার শিক্ষার্থীরা গ্রুপ ভিত্তিক আলাদা-আলাদা স্টল স্থাপন করে। স্টলগুলোতে সাজানো হয় শিক্ষার্থীদের হাতে বানানো নানা ধরনের পিঠা। শিক্ষকবৃন্দরা ঘুরে ঘুরে স্টলগুলো পরিদর্শন করেন এবং পিঠা খেয়ে শিক্ষার্থীদের আনন্দিত করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ নূর আক্তার। এছাড়া কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এম.এ জলিল, উদযাপন পরিষদের আহ্বায়ক শামীমা আক্তার, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী সম্পাদক নাঈমা আক্তার, বাংলা বিভাগের নাজনীন পারভীন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মাজহারুল হক, ব্যবস্থাপনা বিভাগের মো. মহসিন হোসেন সহ অন্যান্য সকল শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন