সিদ্ধিরগঞ্জে দুই হাজার নয়শত পিস ইয়াবা উদ্ধার আটক ১
- আপডেট সময় : ০৮:১৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ৭৭
প্রতিদিনের নিউজ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁন সুপার মার্কেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১১। গত বুধবার (৩ নভেম্বর) রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাসান আহম্মেদ (২৭) নামে এক জন মাদক কারবারীকে ২,৯২০ (দুই হাজার নয়শত বিশ) পিস ইয়াবাসহ আটক করেন। আটককৃত আসামী কক্সবাজার জেলার টেকনাফের সাবরাং মুন্ডারডিল এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।
র্যাব-১১ জানায়, সাদা রং’এর একটি এ্যালুমিনিয়ামের তৈরি চ্যানেল(রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত পাট্টা এর ভিতর বিশেষ ভাবে লুকানো ২,৯২০ (দুই হাজার নয়শত বিশ) পিস ইয়াবা।
আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা নারায়ণগঞ্জ জেলাসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামী মোঃ হাসান আহম্মেদ (২৭) এর বিরুদ্ধে ইতিপূর্বে সিএমপি-এর বাকলিয়া থানায় ১টি মাদক মামলা রয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।