মতলব উত্তর ব্যুরো:
মতলব উত্তরে ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট’সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে লিটন সিকদার নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন’সহ কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. রমিজ উদ্দিন, এএসআই মোজাম্মেল হক, এএসআই আতিকুর রহমান মিয়াজী ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালানা করে মতলব উত্তর থানাধীন সাদুল্যাপুর ইউপি নতুন হাপানিয়া সংলগ্ন বদরপুর, ৪নং ওয়ার্ড, ফিরোজ সিকদারের টিনশেড বিল্ডিং এর ভিতর হতে মো. লিটন সিকদার (৩৮) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লিটন সিকদার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামের ফিরোজ সিকদার প্রকাশ ফিরোজ কসাই এর ছেলে। তার হেফাজত হতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার লিটন সিকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না