স্পোর্টস ডেস্ক:
ক্রিকেটীয় চেতনা বহির্ভুত কর্মকাণ্ডের জন্য খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজনকে জরিমানা করেছে বিসিবি। কী কাণ্ড সেটা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও তা কারোরই বুঝতে বাকি থাকার কথা নয়।
বিপিএলে গত ১০ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের সময় ড্রেসিং রুমে বসে ধূমপান করতে দেখা যায় খুলনা টাইগার্সের এই কোচকে। বিতর্কিত এই কাণ্ডের পর তার শাস্তির ব্যাপারটা অনুমিতই ছিল। বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২.২০ ধারা অনুযায়ী তাকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দুটি ডিমেরিট পয়েন্টর দেওয়া হয়েছে নামের পাশে। সুজন শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন পড়েনি।
এদিকে সুজনের পাশাপাশি জরিমানা করা হয়েছে আরও তিন ক্রিকেটারকে। গতকাল এলিমিনেটর পর্বে ফরচুন বরিশালকে হারায় রংপুর রাইডার্স। জয় সূচক রানটি এনে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ব্যাট দিয়ে হেলমেটে আঘাত করে উদযাপন করেন রংপুরের ব্যাটার শেখ মেহেদী। তাই তাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করে বিসিবি ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া।
একই ম্যাচে পোশাক বিধিমালা (লেভেল ১, আর্টিকেল ২.২২) ভঙ্গ করায় ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয় রংপুরের আরেক ক্রিকেটার নিকোলাস পুরানকে। ক্যারিবিয়ান এই ব্যাটারের নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ করেছে বিসিবি। ম্যাচ রেফারি আখতার আহমেদের আনা অভিযোগ মেনে নেন রংপুরের দুই ক্রিকেটারই। তাই আনুষ্ঠানিক শুনানি হয়নি।
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বিসিবির লোগো নির্দেশিকা (লেভেল ১, আর্টিকেল ২.২২) ভঙ্গ করেছেন মোসাদ্দেক হোসেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ব্যাটারকে তাই ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না