আড়াইহাজারে বিএনপির আলোচনা সভা
- আপডেট সময় : ০৫:৫৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ৬৯
আড়াইহাজার (নারায়নগঞ্জ) সংবাদদাতা
১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) বিকেলে আড়াইহাজারের ইলুমদীতে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
মো. শাহ আলম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজারের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর। মহাসমাবেশে যোগ দেয়ার প্রস্ততি নিয়ে তিনি বলেন, দ্রব্যমুল্যের উর্ব্ধগতি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদ ও তত্বাবধায়ক সরকারের দাবিতে যেকোন মুল্যে সমাবেশ সফল করতে হবে। এ সমাবেশের মাধ্যমে সরকার পতনের ডাক দিতে হবে, জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।
এময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, সাবেক আহ্বায়ক রূপচান মিয়া, বিএনপি নেতা আবুল হেসেন, সিরাজুল ইসলাম, মো. আজাহার, মো. রিয়াজুল, মো. আওয়াল, জায়েদুল হক, পল্লী চিকিৎসক আওয়াল, আবুল খায়ের, শাহীন, শামীম শেখ সহ মাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।