ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে এক নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী শনিবার নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সূত্রে জানা যায়, উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে শাহ জালাল মিঠু (২৬) একই গ্রামের এক নারীকে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ও মোবাইল ফোনে বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিয়ে আসছেন।
ভুক্তভোগী নারী তার স্বামীকে বিষয়টি জানালে তিনি শাহ জালাল মিঠুকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন। তাতে সে ক্ষিপ্ত হয়ে ঐ নারীর স্বামী কে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।
এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, অভিযুক্ত শাহ জালাল মিঠুর বাবা শুক্রবার(১০ ফেব্রুয়ারী) নলছিটি থানায় উপস্থিত হয়ে তার ছেলের পক্ষে একটি মুচলেকা দিয়েছেন। ভবিষ্যতে তার ছেলে এ ধরনের কোন কাজে জড়াবে না যদি এ ধরনের অপকর্মে জরিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা ছাত্রদলের এক নেতা জানান, তার স্বভাব চরিত্র আগে থেকেই একটু খারাপ আমরা এ বিষয়ে অবগত আছি। এ ব্যাপারে অভিযুক্ত শাহ জালাল মিঠু তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না