সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই
- আপডেট সময় : ০৯:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / ৫০
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে বাচ্চু মিয়া (৬৪) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে বিশ হাজার পাঁচশ টাকা ছিনিয়ে নিয়ে গেছে অজ্ঞাত ছিনতাইকারীরা। এসময় ওই ব্যবসায়ী এক ছিনতাইকারীকে জড়িয়ে ধরে আটকের চেষ্টা করলে অপর এক ছিনতাইকারী তার হাতে ও দুই পায়ে ছুরিকাঘাত করে আহত করে। এক পর্যায়ে তিনি ডাক চিৎকার করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে যায়। রবিবার ভোর সোয়া ৫ টার দিকে কদমতলী এম.ডব্লিউ স্কুলের দক্ষিণ প¦ার্শে রাস্তায় এ ঘটনাটি ঘটে। চিকিৎসা শেষে ভুক্তভোগী মাছ ব্যবসায়ী বাচ্চু মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন।
আহত বাচ্চু মিয়া জানান, প্রতিদিনের ন্যায় ভোরে তিনি যাত্রাবাড়ি আড়তে মাছ কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে কদমতলী এম.ডব্লিউ স্কুলের দক্ষিণ প¦ার্শে রাস্তায় আসলে একটি কালো রংয়ের মোটর সাইকেলে করে দ্ইু/তিন জন যুবক ছেলে এসে তার পরোধ করে সংঙ্গে থাকা বিশ হাজার পাঁচশ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিয়ে একজনকে জড়িয়ে ধরলে অপর ছিনতাইকারী তার হাতে ও দুই পায়ে ছুরিকাঘাত করে ওই টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তিনি ডাক চিৎকার করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তনাধিন রয়েছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এদিকে একের পর এক ছিনতাইয়ের ঘটনা সিদ্ধিরগঞ্জে ঘটতে থাকলেও কোন ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত কাউকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। এর আগে গত জানুয়ারীর ১৩ তারিখে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে এক আমেরিকা প্রবাসির গাড়ি আটকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেয় অজ্ঞাত দূর্বৃত্তরা। এসব ঘটনায় আতংক বিরাজ করছে সিদ্ধিরগঞ্জের সাধারণ মানুষের মনে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায়, সম্প্রতি সিদ্ধিরগঞ্জ থানা এলাকাতে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। বিশেষ করে ছিনতাই, চুরি এধরনের অপরাধ বেড়ে গেছে। পাশাপাশি মাদকের বেচাকেনাও বেড়েছে। কিন্তু সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসব বিষয়ে গা ছাড়া ভাব নিয়ে চলছে।